• 23 Jan, 2025

ভোটারবিহীন নির্বাচনের পরিণতিই শেখ হাসিনার পতন: জামায়াত নেতা শাহজাহান

ভোটারবিহীন নির্বাচনের পরিণতিই শেখ হাসিনার পতন: জামায়াত নেতা শাহজাহান

জামায়াতে ইসলামী নেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের কারণে শেখ হাসিনাকে কর্মীদের ছেড়ে পালাতে হয়েছে। কক্সবাজারের টেকনাফে আয়োজিত এক কর্মিসভায় তিনি নির্বাচনসহ সরকারের নানা কার্যকলাপের কড়া সমালোচনা করেন এবং জনগণের দাবি তুলে ধরেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, "দিনের ভোট রাতে নেওয়ার সংস্কৃতি এবং মানবতাবিরোধী অপরাধের নামে সাজানো নাটকের ফলেই শেখ হাসিনাকে কর্মীদের ছেড়ে পালাতে হয়েছে।"

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের হ্নীলা আল-ফালাহ অ্যাকাডেমির মাঠে ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, যা দেশের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ। এখন সেই আদালতেই শেখ হাসিনার ফাঁসি দাবি করছে জনগণ।"

ক্ষমতায় থেকে বৈষম্যের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পরিণতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, "হাসিনার আমলের ভোটকেন্দ্রে ভোটারদের অনুপস্থিতি এবং কুকুরের উপস্থিতি গণমাধ্যমে দেখা গেছে। রাতে ভোট সিল মেরে নৌকার বিজয় নিশ্চিত করায় সকালে নিজ দলের কর্মীরাও কেন্দ্রে যায়নি।"

মাওলানা শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে গণতন্ত্র ও ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল ইসলাম, টেকনাফ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর হোসাইন সিদ্দিকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪