• 23 Jan, 2025

চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চলতি মাসেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলতি মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি এবং সাংগঠনিক টিম গঠনের উদ্যোগ নিচ্ছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি চার সদস্যের আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে, তবে সংগঠনটি চলতি মাসের মধ্যেই একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। গতকাল বুধবার ঢাকার দিলু রোডের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ১৫৮ জন সমন্বয়ক এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল বলেন, সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে এবং দেশে ব্যাপকসংখ্যক ছাত্রদের সমন্বয় করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি প্রয়োজন। একইসঙ্গে কাজের সুবিধার্থে একটি সাংগঠনিক টিম বা সেলও গঠনের পরিকল্পনা রয়েছে, যা আন্দোলনের সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে, যা একপর্যায়ে বিশাল গণ–আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনের প্রভাবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আন্দোলন পরিচালনার সুবিধার্থে সংগঠনটি শুরুতে একটি ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে, যা পরে বর্ধিত করে ১৫৮ সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়। গত ২২ অক্টোবর সেই সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আন্দোলনের ১০০ দিন পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় সাংগঠনিক ভবিষ্যৎ এবং কমিটি গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪