পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রকাশ করেছে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। এ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮টি পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার ক্যাটাগরির। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। চাকরিপ্রত্যাশীরা আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন গ্রহণ চলবে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
বিসিএসের পদের বিবরণ
৪৭তম বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩ জন এবং শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিভাগে ৯৬৭ জন নিয়োগ পাবেন। এর মধ্যে সরকারি আলিয়া মাদ্রাসা এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩৬টি পদ এবং কারিগরি শিক্ষার জন্য ১২টি পদ রয়েছে।
পরীক্ষার সময়সূচি ও প্রক্রিয়া
পিএসসি জানিয়েছে, আগামী ২০২৫ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, যা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুনির্দিষ্ট সময়, তারিখ ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা ও ফি
৪৭তম বিসিএসে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য ৭০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখুন এখানে