• 23 Jan, 2025

বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে টানা তিন দিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন, ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে সাধারণ মানুষ ও যাত্রীরা তীব্র দুর্ভোগে পড়েছেন। পুলিশ ও যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, এবং কারখানা মালিক পক্ষের সাথে সমাধানসূত্রে পৌঁছানোর জন্য আলোচনাও চলছে।

gazipur-20241111101831
ছবিঃ সংগৃহীত


গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। শনিবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অবরোধে পুরো মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে, ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন হাজারো চালক ও যাত্রী।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা বন্ধ থাকা এবং বারবার সময় দেওয়ার পরও বেতন না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। শ্রমিকদের একাংশ দিন-রাত মহাসড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীও চেষ্টা চালাচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছাড়ার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কারখানা মালিক পক্ষের সাথেও আলোচনা চলছে। এছাড়া গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানিয়েছেন, বিষয়টি বিজিএমইএসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনায় আনা হয়েছে এবং দ্রুত সমাধান আসার আশা করছেন তারা।

অবরোধের কারণে আটকা পড়া চালকরা তীব্র কষ্টের মধ্যে রয়েছেন। অনেক চালক গাড়িতেই তিন দিন ধরে অবস্থান করছেন, খাওয়া ও গোসলের মতো জরুরি প্রয়োজন পূরণেও তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪