আওয়ামী লীগ সরকারের আমলে ‘অন্যায়ভাবে চাকরিচ্যুত ও পদোন্নতিবঞ্চিত’ সরকারি কর্মকর্তারা রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কক্ষের সামনে অবস্থান নিয়েছেন।
প্রতিবাদকারীদের দাবি, তারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন এবং যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। সচিবালয়ে তাদের এই অবস্থান কর্মসূচি ঘিরে মন্ত্রণালয়ে উত্তেজনা তৈরি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছেন।
এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসছে।