রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
আগামী বছরের এপ্রিল মাসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে প্রশ্নপত্র মডারেশন, কেন্দ্র নির্ধারণ, কক্ষ পরিদর্শক ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, লিখিত পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষে কমিশনের সভায় চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, “২০২৫ সালের এপ্রিল মাসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা চলছে। সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
এর আগে, চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে পট পরিবর্তনের কারণে নতুন করে ফল প্রকাশ করা হয়। সংশোধিত ফলাফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জন, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফল প্রথমবার প্রকাশের পর বিএনপি সরকার পরিবর্তনের দাবির প্রেক্ষিতে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের সব প্রক্রিয়া বাতিলের দাবি জানায়। তবে নতুন পিএসসি চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেওয়ার পর কমিশন ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল এবং ৪৬তম প্রিলিমিনারির ফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত নেয়।
পিএসসি’র চলমান এই কার্যক্রমের মাধ্যমে ৪৬তম বিসিএস পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে আরও সুস্পষ্ট দিকনির্দেশনা পাচ্ছেন।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।