
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, "ইতিহাসে যার যতটুকু অবদান আছে, তা স্বীকার করা উচিত। ইতিহাসের সত্যকে পরিবর্তন বা অস্বীকার করা সঠিক নয়।"
মঙ্গলবার (১২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় রিজভী এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে সংকুচিত করেছিলেন, যদিও স্বাধিকার আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয়। একইসাথে রিজভী আরও দাবি করেন, স্বাধীনতার যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি অপসারণ প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন যে, এটি শুধু ছবি অপসারণ নয়; বরং এর মাধ্যমে স্বাধীনতার ঐতিহ্যকে অস্বীকার করার প্রয়াস চালানো হচ্ছে। তিনি বলেন, "১৯৭৫ সালে খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেছিলেন। পরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে সেই ছবি পুনঃস্থাপন করেন। আজ যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তারা এই ছবি অপসারণ করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। আমি মনে করি এটি একটি ভুল সিদ্ধান্ত।"
রিজভী আরও বলেন, "আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করি না। জাতীয় জীবনে যার যতটুকু অবদান আছে, তা স্বীকার করতে হবে। ইতিহাস বিচার করবে কাকে কতটুকু মূল্যায়ন করা উচিত, সেই বিচার জনগণ করবে।"
রিজভীর মন্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দায়িত্বশীল ব্যক্তিদের ঐতিহাসিক সত্যকে বিকৃত না করার আহ্বান জানানো হয়। "গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে ইতিহাসকে সম্মান করা উচিত," বলেন তিনি।