• 23 Jan, 2025

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জমা দিয়েছে প্রসিকিউশন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য বন্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে প্রসিকিউশন টিম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় প্রসিকিউশনের পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়। তিন সদস্যবিশিষ্ট বেঞ্চের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বে এই আবেদনের শুনানি হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। প্রসিকিউশন টিমের দাবি, এই বক্তব্যগুলো বিদ্বেষমূলক ও সমাজে বিভেদ সৃষ্টি করছে। এ কারণেই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা বিভিন্ন মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে আদালত। গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্ত আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাদের বিরুদ্ধে গুম, হত্যা, গণহত্যাসহ ১৫০টির বেশি অভিযোগ জমা পড়েছে। বর্তমানে শেখ হাসিনার সরকারের অন্তত ১০ জন সাবেক মন্ত্রী এবং বেশ কয়েকজন এমপি কারাগারে রয়েছেন। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনায় এই ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪