• 11 Mar, 2025

শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৩৬ দিন লেগেছে আপনাদের সরাতে ৩৬ মিনিট ও লাগবেনা - মানববন্ধনে বক্তারা

শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৩৬ দিন লেগেছে  আপনাদের সরাতে ৩৬ মিনিট ও লাগবেনা - মানববন্ধনে বক্তারা

সারাদেশেঅব্যাহত  নারীনিপীড়ন , ধর্ষণ , হত্যা নারীদের প্রতিসহিংসতাপ্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যার্থ হওয়াইস্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রশাসনের বিরুদ্ধেলাল কার্ড প্রদর্শন বিক্ষোভ  সমাবেশও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায়শহরের মুক্তির মোড় শহীদ মিনারেরপাশে ঘন্ট্যাব্যাপি লাল কার্ড প্রদর্শনও বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেনবিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।   

ac3c33
শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে ৩৬ দিন লেগেছে  আপনাদের সরাতে ৩৬ মিনিট ও লাগবেনা - মানববন্ধনে বক্তারা

 

এসময়  বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বি , ফরিদহোসেন , রাকিব, জাহানে মোতায়েন যুক্ত, সাদমান সাকিব, সুরাইয়া ইয়াসমিন সহ আরো অনেকই।

সময় ছাত্র প্রতিনিধিফজলে রাব্বী বলেনসাম্প্রতিক সময়ে হঠাৎ করেদেশে শিশু নারীধর্ষণ, হত্যা, নিপিড়ন নির্যাতনের মাত্রাবেড়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে।  ধর্ষণের ঘটনার সাথে সাথে নারীও  শিশুর ওপর পাশবিকতায় বাকরুদ্ধহয়ে পড়ছে সমাজের সর্বস্তরেরমানুষ।

একইসাথে পুরো জাতি যেনকয়েকদিনের ঘটনায়স্তব্ধ ধর্ষণের বিরুদ্ধে বিশেষ টাইব্যুনাল করে কঠোর আইনপ্রয়োগ এবং ন্যায় বিচারনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বকিন্তু ব্যর্থ হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাই স্বরাষ্ট্র উপদেষ্টাসহঅন্তর্বতী সরকারকে বলতে চাই স্বৈরাচারশেখ হাসিনা দেশছাড়া করতে ৩৬ দিনসময় লেগেছে আপনাদেরকে সরাইতে ৩৬ মিনিট সময়লাগবেনা। 

যে দেশে সেনাবাহিনী, পুলিশ, ্যাব দেশবাসির নিরাপত্তাদিতে পারেনা। এমন বাহিনী রাখারপ্রয়োজন নেই সাধারণমানুষ আগষ্টের পরযেভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছিলো সে ভাবেই তারানিরাপত্তা নিশ্চিত করবে।ছাত্র সমাজ জেগে গেলেতাদের থামিয়ে রাখতে পারবেন না। তা - ইসময় থাকতে আইন করে ৭দিনের মধ্যে তদন্ত ৩০ দিনেরমধ্যে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন জেলদিতে হবে। সময়কয়েকজন নারী শিক্ষাথী ওবক্তব্য প্রদান করেন।