• 22 Jan, 2025

আমির হসেন আমুর ৬ দিনের রিমান্ড

GK_2024-11-06_672b27bc8735e
 

ব্যবসায়ী হত্যার মামলায় আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। পুলিশ আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল, যা শুনানি শেষে ৬ দিন মঞ্জুর হয়।

জানা যায়, গতকাল পশ্চিম ধানমন্ডি থেকে আমুকে গ্রেপ্তার করা হয়। গত ২১ আগস্ট নিহত ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে নিউমার্কেট থানায় এ মামলা দায়ের করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

এই মামলায় রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের নাম যুক্ত হওয়ায় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের গুরুত্ব ও রাজনৈতিক সংযোগের কারণে এই মামলাটি বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪