• 02 Feb, 2025

বাংলার মাটিতে প্রতিটি খুন ও অপকর্মের বিচার হবে: ডা. শফিকুর রহমান

বাংলার মাটিতে প্রতিটি খুন ও অপকর্মের বিচার হবে: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৩ বছরে বাংলার মাটিতে ঘটে যাওয়া প্রতিটি খুন, গুম ও অপকর্মের বিচার করতে হবে। কুড়িগ্রামে কর্মী সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলার মাটিতে ঘটে যাওয়া প্রতিটি খুন, গুম ও অপকর্মের বিচার করতে হবে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “যারা এ দেশের জনগণের ওপর জুলুম, জমি দখল, উচ্ছেদ ও সম্পদ লুণ্ঠন করেছে, তাদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করতে হবে। বাংলার মাটিতে এসব অপরাধের সুষ্ঠু বিচার হবে।” সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, "সরকারি বাজেট বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির সুযোগ যাতে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা নায়েবে আমির আজিজুর রহমান সরকার স্বপন, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪