• 23 Jan, 2025

জাতীয় ঐক্যের লক্ষ্যে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয় ঐক্যের লক্ষ্যে বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করারও পরিকল্পনা রয়েছে।

জাতীয় ঐক্য গঠনের উদ্দেশ্যে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে আজ (বুধবার, ৪ ডিসেম্বর) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই সংলাপের সূচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম জানান, সাম্প্রতিককালে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা দেশের সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, “জাতীয় ঐক্য তৈরি করে আমাদের ঐক্যবদ্ধভাবে অপতথ্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের দেশের সুনাম রক্ষায় এই ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এর আগে ২৭ নভেম্বর বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। সে বৈঠকেও তিনি ছাত্র, জনতা এবং সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “জাতীয় স্বার্থে এই ঐক্য তৈরির উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও বিচক্ষণ।” ড. মুহাম্মদ ইউনূসের এই পদক্ষেপ কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪