• 23 Jan, 2025

নওগাঁয় ডাকাতি ও গণধর্ষণ মামলার ৭ সদস্য গ্রেফতার

নওগাঁয় ডাকাতি ও গণধর্ষণ মামলার ৭ সদস্য গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁজুর গ্রামে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুটকৃত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

Naogaon pic (3) (2)
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁজুর গ্রামে গত ৯ ডিসেম্বর রাতে সংঘটিত ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ জনকে গ্রেফতার এবং লুট করা মালামাল উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য শরিফুল ইসলাম পচা, তারেক হোসেন, সোলাইমান আলী, রিপন আলী, ফারুক হোসেন রকেট, সাগর হোসেন ও রুবেল সরদারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার বিপিএম এই তথ্য জানান।

Naogaon pic (1) (3)-1
পুলিশ সুপার বলেন, “গত ৯ ডিসেম্বর রাত ১১টায় মহাদেবপুর থানার খাঁজুর গ্রামে ডাকাতির উদ্দেশ্যে এক বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্বর্ণের চেইন, নগদ টাকা এবং একটি অপপো মোবাইল ফোন লুট করে। ডাকাতির একপর্যায়ে দলটি গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।”থানা পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় গৃহবধূকে উদ্ধার করে। এই বিষয়ে ১০ জানুয়ারি মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

  • জেলার মান্দা উপজেলার চকজামদই গ্রামের আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯),

  • একই গ্রামের লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬),

  • একই গ্রামের মনির উদ্দিনের ছেলে সোলাইমান আলী (৩৮),

  • নিয়ামতপুর উপজেলার জিলারপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন আলী (৩০),

  • মান্দা উপজেলার গৌড়াবৌদ্দপুর গ্রামের মাসুদ রানার ছেলে রকেট সরদার (৩২),

  • একই উপজেলার বুন্দিপুর গ্রামের মাসিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮),

  • মহাদেবপুর উপজেলার চককন্দপপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে সাগর হোসেন (১৯)।

এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দুটি হাসুয়া এবং লুট করা মালামাল উদ্ধার করে।গত ১৩ ও ১৪ জানুয়ারি ভোর পর্যন্ত মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানা পুলিশের একটি টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় জড়িত ওই ৭ সদস্যকে গ্রেফতার করে।