নওগাঁর মহাদেবপুরে অটো চার্জারের চাপায় প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাদেবপুর উপজেলার বাগডোব সড়কের লক্ষণপুর বালুচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্যা রানী মন্ডল (৬) নামে এক স্কুলছাত্রী ওই রাস্তা পারাপারের সময় বাগডোবগামী একটি অটো চার্জার তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর সময় দুপুরে সে মারা যায়। বন্যা রানী মন্ডল মহাদেবপুর উপজেলার লক্ষণপুর গ্রামের নয়ন চন্দ্র মন্ডলের কন্যা এবং স্থানীয় নিউ মালঞ্চ কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী বলে স্বজনরা জানিয়েছেন।
মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, অটো চার্জারের চাপায় বন্যা রানী নামে এক স্কুলছাত্রী নিহত হওয়ার কথা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।