মোহাম্মদপুর থানার ভ্যানচালক হত্যা প্রচেষ্টা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও দুই আসামির বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।
এর আগে তদন্ত কর্মকর্তা পলক, সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে প্রশ্ন করেন, "একজন মানুষকে কতবার রিমান্ডে নেওয়া যায়?" তিনি জানান, পলক ইতোমধ্যে ৩৪ দিন রিমান্ডে ছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, "আসামিদের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ড প্রয়োজন।"
পলকের মন্তব্যঃ
রিমান্ড শুনানি শেষে পলক গণমাধ্যমের সামনে বলেন, “আমি বৈষম্যের শিকার। আমাকে কারাগারে পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হয় না।” উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট খিলক্ষেত এলাকা থেকে পলকসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তিনি বিভিন্ন মামলায় রিমান্ডে ছিলেন।