• 23 Jan, 2025

ঢাকায় পৌঁছালেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকসহ চুক্তি সাক্ষরের পরিকল্পনা

ঢাকায় পৌঁছালেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকসহ চুক্তি সাক্ষরের পরিকল্পনা

চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। সফরে ভিসা অব্যাহতি চুক্তি, দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিজয় দিবসের আয়োজনে অংশ নেবেন।

চার দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট ও নোবেলজয়ী ড. জোসে রামোস হোর্তা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। সেখানে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

timur-20241214232719
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায়: চুক্তি ও সহযোগিতায় নতুন সম্ভাবনা

সফরের উদ্দেশ্য ও কর্মসূচি: 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৪ থেকে ১৭ ডিসেম্বর এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। সফরের প্রথম দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট হোর্তা। পরবর্তীতে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকের পাশাপাশি প্রতিনিধিদল নিয়ে আলোচনা করবেন।

বৈঠকের পর প্রেসিডেন্ট হোর্তা ও প্রধান উপদেষ্টার উপস্থিতিতে "অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি" এবং "দ্বিপাক্ষিক পরামর্শমূলক সমঝোতা স্মারক" স্বাক্ষরিত হবে।

দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু: 
দ্বিপাক্ষিক আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই), কৃষি, তথ্য প্রযুক্তি এবং গভীর সমুদ্রে মৎস্য শিকারের বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশি প্রবাসীদের অধিকার ও নাগরিকত্ব প্রদান এবং আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার উপায় নিয়েও মতবিনিময় হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচি: 
১৬ ডিসেম্বর, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট হোর্তা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং দিবসের বিশেষ আয়োজনগুলোতে অংশ নেবেন। ১৭ ডিসেম্বর তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএস) "দ্যা চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড" শীর্ষক বক্তব্য দেবেন।

একই দিনে শিক্ষার্থী ও তরুণ নেতাদের উদ্দেশ্যে তিনি তাঁর দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা এবং তিমুর লেস্তের উন্নয়নে জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ-তিমুর লেস্তে সম্পর্কের ভবিষ্যৎ: 
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, সফরের সময় ঢাকায় পূর্ব তিমুরের একটি অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এছাড়া, তিমুর লেস্তের একজন কূটনীতিকের জন্য বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ কূটনৈতিক প্রশিক্ষণ বৃত্তি প্রদান করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রভাত সময় ২৪