রোম থেকে আসা বিমানে বোমার হুমকি, তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দলটি ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর করে। সফরে দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৬ সদস্যের সামরিক প্রতিনিধিদল। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করে। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে প্রতিনিধিদলটি পাকিস্তানের সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।
প্রভাত সময় ২৪
রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটে বোমার হুমকির পর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। যাত্রী ও ক্রুরা নিরাপদে অবতরণ করেছেন।
বোমা হামলার হুমকি পাওয়া রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট। যাত্রীদের নিরাপদে সরিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতারা সীমান্তে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।