• 22 May, 2025

২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর সুমিষ্ট আম

২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর সুমিষ্ট আম

দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা নওগাঁয় প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে অনেক আম গাছ থেকে আম ঝরে পড়েছে। ফলে এ বছর আমের ফলন কমে আসার আশঙ্কা করছেন আম চাষিরা। ফলন কমে যাওয়ায় গত বছরের তুলনায় এ বছর আমের দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন জেলার আম চাষিরা। জেলার বাণিজ্যিকভাবে আম উৎপাদনকারী বরেন্দ্রভূমি খ্যাত পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলাসহ জেলায় এবার আমের ফলন গতবারের চেয়ে অনেক কম হয়েছে। আগামী ২২ মে থেকে গুটি আম পাড়ার মাধ্যমে নওগাঁয় বাগান থেকে আম পাড়া শুরু হবে।

Naogaon M pic (8)
 

নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এই সময়সূচি ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, আগামী ২২ মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। এরপর পর্যায়ক্রমে উন্নত জাতের আমের মধ্যে গোপালভোগ ৩০ মে, হিমসাগর বা ক্ষীরশাপাত ২ জুন থেকে পাড়া যাবে।

Naogaon M pic (2)
 

এ ছাড়া নাগ ফজলি ৫ জুন, ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৮ জুন ও ফজলি ২৫ জুন থেকে পাড়তে পারবেন চাষিরা। সর্বশেষ ১০ জুলাই থেকে পাড়া যাবে আশ্বিনা, বারি-৪, গৌড়মতি; ব্যানানা ম্যাংগো ২৫ জুন থেকে। তবে আবহাওয়া, তাপমাত্রা কারণে আগেই আম পেকে গেলে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।

Naogaon M pic (9)
 

সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ আম চাষিরা উপস্থিত ছিলেন। এ বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। যেখান থেকে ৩ লাখ ৬৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ। ৪ হাজার কোটি টাকা আম বাণিজ্যের আশা করা হচ্ছে।

নওগাঁয় চলতি মৌসুমে ৩০ হাজার ৩০০ হেক্টর জমির আম বাগানে আম চাষ করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উৎপাদিত আম সাড়ে ৩ হাজার কোটি থেকে ৪ হাজার কোটি টাকায় বিক্রি হবে বলে আশা করেন কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।