• 10 Mar, 2025

নওগাঁ সদর বিএনপির নির্বাচনে রাজা সভাপতি ও তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত

নওগাঁ সদর বিএনপির নির্বাচনে রাজা সভাপতি ও তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত

এক যুগপর    গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ    জাতীয়তাবাদী    দল ( বিএনপি ) নওগাঁয় সদর উপজেলা কাউন্সিল    হয়েছে।যেখানে    ভোটাররা    ব্যালট পেপারের    মাধ্যমে    তাদের প্রত্যক্ষ    ভোট প্রদান করেন। নিবাচনে    দেওয়ান মোস্তাক    আহমেদ ( রাজা ) সভাপতি ও শ . . আল    কাফী তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন।

নওগাঁ সদর উপজেলা বিএনপির    সর্বশেষ    কাউন্সিল    হয়েছিল ২০১২ সালে।যেখানে ৭১ সদস্য    বিশিষ্ট    কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক    নান্নু     এবং সাধারণ সম্পাদক    আ স ম আল কাফী তুহিন। বর্তমানে    মোট ভোটার রয়েছে ৮৫২ জন।

সদর উপজেলা বিএনপির    সভাপতি পদে দুইপ্রার্থী দেওয়ান মোস্তাক    আহমেদ ( রাজা ) ওমো . সারওয়ার    কামাল প্রতিদ্বন্দ্বীতা    করেন। সাধারণ সম্পাদক    পদে চারজন প্রার্থী মোঃ আব্দুস সালাম পিন্টু , মোঃ নাদিম কুদ্দুস সরদার সাইফুল ইসলাম সাজু এবং শ . . আল কাফী তুহিন। সাংগঠনিক    সম্পাদক    পদে চারজন প্রার্থী মোঃ খালেদ হাসান ( লিপ্ত ), মোঃ রফিকুল ইসলাম , মোঃ আরিফুল হক রানা এবং মোঃ ওবাইদুর    রহমান।

নিবাচনে    নওগাঁ সদর উপজেলা বিএনপির দেওয়ান    মোস্তাক    আহমেদ ( রাজা ) সভাপতি ও শ . . আল    কাফী তুহিন সাধারণ সম্পাদক নিবাচিত হয়েছেন।

নির্বাচনের    দায়িত্ব    পালন করেন নির্বাচন    পরিচালনা    কমিটির প্রধান নির্বাচন    কমিশনার    মো . ফারুকুজ্জামান    ফারুক , সহকারি নির্বাচন    কমিশনার    এ্যাড . মিনহাজুল    ইসলাম ওমো . মোশারফ হোসেন।

সকাল    ৯টা থেকে     নওগাঁ    প্রাইমারি    টিচার্স    ট্রেনিং    ইন্সটিটিউট ( পিটিআই ) নওগাঁ সদর উপজেলা বিএনপির    ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।