হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ডন গ্রেপ্তার
নাটোরের কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে। নজরুল ইসলাম ডনের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে তার গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়েছে।