যশোরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। যশোর সদর ও অভয়নগরের ১২৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়, কেশবপুরের ৪২ জনের জামিন মঞ্জুর করা হয়েছে।
মানিকগঞ্জ: জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নগর ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি এস এম আমানুল্লাহ জানান, মামলায় ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জন অজ্ঞাত আসামি রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।