রাজনীতি নসরুল হামিদের ছেলের ১ কোটি টাকার ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ১৭ ব্যাংক হিসাব 27 Jan, 2025 9 মিনিট পড়া 104 ভিউ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের বনানীর ফ্ল্যাট ও ১৭টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত। এ হিসাবগুলোতে জমা রয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকা।