অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগে নওগাঁর সাপাহারে বিএমডিএ অফিসে তালা ঝুলিয়ে ও মান্দায় অফিস ঘেরাও করে কৃষক জনতার বিক্ষোভ
নওগাঁর সাপাহার ও মান্দা উপজেলায় গভীর নলকূপ ও এলএলপি অপারেটর নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ কৃষক জনতা বিএমডিএ অফিস ঘেরাও, তালা ঝুলিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। কৃষকদের দাবি, টাকার বিনিময়ে অপারেটর নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুপস্থিত ছিলেন।