শনিবার (১ মার্চ) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।
গ্রেফতাররা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ফেরিঘাট এলাকার বাসিন্দা আহসান রাজ (২২) ও দেলুয়াবাড়ী গ্রামের মেহেদী হাসান (৩১), নিয়ামতপুুর উপজেলার পরানপুর গ্রামের বিকালশ পাহান (১৭) ও একই উপজেলার দামপুরা গ্রামের জয় কুমার (১৬) এবং নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামের আসলাম হোসেন (৬০)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারওয়ার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ বাজার সংলগ্ন মালাধর ব্রিজের কাছে স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমারকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ডাকাত দল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আত্রাই থানায় মামলা করলে পুলিশ তদন্তে নামে। ওই মামলার সূত্র ধরে নওগাঁ ডিবি পুলিশের নেতৃত্বে আত্রাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকা থেকে আহসান রাজ নামে ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতা আহসান রাজের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত আহসানকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৯ অক্টোর নওগাঁর সাপাহার উপজেলার মাইপুর খাড়ী এলাকায় ভটভটি আটকিয়ে গরু ব্যবসায়ীদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পরানপুর ও দামপুরা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ পাহান ও জয় কুমার নামে ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ডাকাতি মামলায় আরও ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি এলাকা থেকে আসলাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও চুরির অভিযোগে ৬টি মামলা রয়েছে। অপর একটি অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন, নওগাঁ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
- 23 May, 2025

নওগাঁয় পৃথক অভিযানে চার ডাকাতসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজনকে ডাকাতির মামলায় এবং একজনকে মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিনে আরও ৯জন ডাকাততে গ্রেফতার করে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক
নওগাঁ
সম্পর্কিত পোস্ট
তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে: যুবদল সভাপতি
21 May, 2025
19 মিনিট পড়া
17 ভিউ
নওগাঁয় আইনজীবী ভাতিজা কর্তৃক জমি আত্মসাতের চেষ্টার প্রতিবাদে প্রতিবন্ধী চাচার সংবাদ সম্মেলন
21 May, 2025
14 মিনিট পড়া
20 ভিউ
Follow us
ক্যাটাগরি
- জাতীয় (204)
- নওগাঁ (140)
- রাজনীতি (136)
- আন্তর্জাতিক (71)
- সারাদেশ (68)
সাম্প্রতিক খবর
�
-
-
-
-
-
তারুণ্যের জাগরণ ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে: যুবদল সভাপতি
21 May, 2025 17 ভিউ
Your experience on this site will be improved by allowing cookies
Cookie Policy