নওগাঁর মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আরিফ হোসেন (২৫) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে আখেড়া অটো রাইস মিলের পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আরিফ হোসেন উপজেলার বাজিতপুর গ্রামের আলেফ উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, নিহত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত চোর ছিলেন এবং তার হাতে বিদ্যুতের তার কাটার একটি প্লাস পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।