পুলিশে সাব-ইন্সপেক্টর নিয়োগে ঘুষ লেনদেন না করার আহ্বান
পুলিশ সদর দপ্তর সাব-ইন্সপেক্টর পদে নিয়োগে ঘুষ বা অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। রোববার (৮ ডিসেম্বর) পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কেউ ঘুষ লেনদেনে জড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতারকদের বিরুদ্ধে তথ্য দিতে থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।