দশ ট্রাক অস্ত্র মামলা থেকে লুৎফুজ্জামান বাবরসহ ৭ জন খালাস
হাইকোর্টের রায়ে দশ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাত আসামি খালাস পেয়েছেন। ডেথ রেফারেন্স খারিজ করে এবং আপিল মঞ্জুর করে আদালত এ রায় দেন। মামলার পটভূমিতে ২০০৪ সালে চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালান আটক করা হয়েছিল।