আওয়ামী লীগ সরকারের আমলে রেলপথ উন্নয়ন প্রকল্পের নামে অপ্রয়োজনীয় ব্যয় করা হতো কোটি কোটি টাকা: রেলপথ উপদেষ্টা
আওয়ামী লীগ সরকারের সময় রেল উন্নয়নের নামে অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা অপচয় হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। দিনাজপুরে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, বিনা প্রয়োজনেই গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রেলস্টেশন নির্মাণ এবং ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছে, যেখানে যানবাহনের চলাচল প্রায় নেই।